Skip to main content

Posts

Showing posts from July, 2020

The Tour Guide of Fort : Episode 3

# দুর্গ _ কথার series- এ আগের দুটো episode- এ রাজস্থানের   Amer Fort আর ঔরঙ্গাবাদের   Daulatabad Fort   নিয়ে লিখেছি | এই episode- এ Diu দুর্গের গল্প বলবো , মানে ওই দুর্গের একটা Travel story আর কি | আচ্ছা , মনে পরে last কবে Sunset দেখেছেন তাও আবার কোনো beach এ ! যেখানে a red bright dot আস্তে আস্তে তারই shades of red এ ডুবে যায় | ধরুন , Arabian Sea থেকে বেশ কয়েক ফুট ওপরে গরাদ দেওয়া এক খোলা জানলায় পা ছড়িয়ে বসে , সমুদ্রের হাওয়ায় ভাসতে ভাসতে সেই সমুদ্রেই সূর্যকে ডুবতে দেখা আর তার Gorgeous লালচে আভায় চারিদিকের খুশির আলো , তা দেখে Just  হ্যাঁ করে বেশ কিছুক্ষন জলের দিকে তাকিয়ে থাকা | সময়ের নিজেরই হুঁশও নেই তাই আপনার আর ফেরার তারা নেই | হ্যাঁ , এটা কোনো imagination নয় | Its a view from a fort on the brink of Arabian Sea আর ফোর্টটা হোলো সাড়ে চারশো   বছরের পুরোনো Portuguese দের বানানো Diu ফোর্ট | এই Diu, Daman, Dadra ও Nagar Haveli Western India- র একটি union...