Skip to main content

Posts

Showing posts from November, 2021

মাই-বাব্বা

আটলান্টিক মহাসাগরের উত্তর - পূর্ব উপকূল বরাবর হাঁটছেন , হটাৎ কানে এলো ভোজপুরি গানের কলি ... একজন পুরুষ মানুষের দাম ২৫ টাকা আর একজন মহিলার দাম ৩৫ টাকা ... আমাদের সক্কলের পছন্দের জিনিস রয়েছে , আর সেটা হারিয়ে গেলে বড্ড কষ্ট হয়,  আর সেখানে যদি তা কেউ জোর করে দূরে সরিয়ে দেয় ?   আর ধনী - গরিব নির্বিশেষে সবারই ভিটে - মাটি বড়ই সাধের জিনিস , সে যেমন ঘর ই হোক না কেন!    আর তার পাস দিয়ে বয়ে চলা নদী , সে তো সুখ - দুঃখের সঙ্গী হয়ে থাকে আজীবন। সেই পছন্দের জিনিস গুলো , ঘর - মাটি , নদী সব ছেড়ে মিছে কথায় ভুলিয়ে অন্য কোথাও কেউ যদি জাস্ট ছেড়ে দিয়ে আসে ... যেখান থেকে আর কোনোও   দিন ফেরা সম্ভব নয় আর সেটাও বেশ কিছুদিন পর জানা গেলে , কেমন লাগবে ভাবুন তো ? ছবিতে   হাতে আর কাঁধে পুটুলি নিয়ে এক নারী - পুরুষের মূর্তি রয়েছে , মাই (  মা  ) আর বাব্বার মূর্তি। সুরিনামের রাজধানী পারেমারিবোতে ( শর্টে পার্বো )  ঠিক এই রকম দুটো মূর্তি রয়েছে , তারই রেপ্লিকা হলো ক...